The path to the image is not correct.
Your server does not support the GD function required to process this type of image.
জর্জ বেইলি। ছবি : সংগৃহীত
জর্জ বেইলি, ঘরোয়া লীগে নিয়মিত তাসমানিয়ার হয়ে খেলে যাচ্ছেন নিয়মিত। অথচ খেলোয়াড়ি জীবনের ইতি না টানতেই পেয়ে গেলেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দ্বায়িত্ব। ক্রিকইনফো সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্যানেলের চেয়ারম্যান ট্রেভর হন্স ও অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে তৃতীয় সদস্য হিসেবে দায়িত্ব নিবেন তাসমানিয়ার এই ক্রিকেটার।
নির্বাচক প্যানেলে সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের স্থলাভিষিক্ত হবেন অস্ট্রেলিয়াকে ২৯টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেয়া বেইলি। গত ৩০ সেপ্টেম্বর নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেন চ্যাপেল।
সক্রিয় কোনো ক্রিকেটারকে সাধারণত নির্বাচক প্যানেলে না রাখার রীতির বাইরে গিয়ে বেইলিকে নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া। যদিও দলের অধিনায়ক হিসেবে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকার উদাহরণ অস্ট্রেলিয়ার ক্রিকেটে এর আগেও আছে। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও ছিলেন টেস্ট দলের নির্বাচক কমিটির অংশ।
২০১২ সালে নিজের অভিষেক টি-টোয়েন্টিতেই অস্ট্রেলিয়া অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বেইলি। সে বছর তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলেছিল দেশটি।
পরের বছর নেতৃত্ব পান ওয়ানডে দলের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন দলের অধিনায়ক। বিগ ব্যাশ লিগ ও শেফিল্ড শিল্ডের নিয়মিত পারফরমার জাতীয় দলের হয়ে খেলেছেন পাঁচটি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি।
বেইলির পাশাপাশি নির্বাচক প্যানেলের সদস্য হবার দৌড়ে ছিলেন ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল ক্লিঙ্গার ও সিডনি সিক্সার্সের কোচ গ্রেগ শিপার্ড। গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানোর পর পদত্যাগ করা ট্রেভর বেলিসও ছিলেন বিবেচনায়।
বাংলা/বিডি