ছবি : সংগৃহীত
ভারতের সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যটিকে কেন্দ্রশাসিত দুটি আলাদা অঞ্চল করার পর থেকেই একের পর এক হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। পাক প্রেসিডেন্ট আরিফ আলভি ৩৭০ ধারা বিলোপ নিয়ে সরাসরি যুদ্ধের কথা তুলেছেন।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভারত যুদ্ধ করতে চাইলে তাদের কাছে যুদ্ধ করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না।’ খবর একপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের স্বাধীনতা দিবসে আরিফ বলেন, ‘সমগ্র দেশ দেখছে পাকিস্তান কাশ্মীরবাসীর সঙ্গে রয়েছে এবং সবসময় তাদের সঙ্গে থাকতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘কাশ্মীরবাসীকে সাহায্য করা থেকে তারা পিছু হটবেন না।’ এই বিষয়টি নিয়ে পাকিস্তান জাতিসংঘে যাবে বলেও জানান আলভি। তার মতে, ‘নিয়ম নীতি ভেঙে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করেছে ভারত।’
এদিকে, আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান আশঙ্কা করছেন, কাশ্মীরের পরিস্থিতির অবনতি হতে পারে। সেক্ষেত্রে তার দেশ আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে কাশ্মীর সীমান্তে মোতায়েন করবে। আর তেমন হলে তালিবান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । যেখানে দু’পক্ষের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।
বাংলা/এসএস