ছবি: ইন্টারনেট
ধনেপাতা। সুস্বাদু খাবারের ডিশ সাজানোর সময় উপরে একটু ছড়িয়ে দেওয়া। ধনেপাতা বাটা দিয়ে গরম ভাত মেখে খাওয়া। কিংবা ঝালমুড়ি, চাট বানানোর সময় ব্যবহার করা। খুব বেশি হলে ধনেপাতার চাটনি। ধনেপাতা খাবারের স্বাদ বাড়ায়। কিন্তু রূপচর্চায় ধনেপাতা ব্যবহার শুনেছেন কি?
অবাক করার মতোই কথা! ধনেপাতা নাকি শুষ্ক ত্বকের সমস্যা মেটানোর কাজে খুব কার্যকর। ত্বকের আর্দ্রতা বাড়ানোয় কার্যকরী ভূমিকা পালন করে। ব্রণ বা ব্ল্যাকহেডসের মতো সমস্যাও দূর করে। কীভাবে?
হলুদের সঙ্গে ধনেপাতা মিশিয়ে মুখে লাগালে রোমকূপ থেকে ময়লা বেরিয়ে আসবে। ধনেপাতায় উপস্থিত তেল ত্বক ময়েশ্চারাইজ় করে, সেইসঙ্গে অ্যান্টি-অক্সিডেন্টসেরও কাজ করে। শুধু তাই নয়, অ্যান্টিসেপ্টিক উপাদান হিসেবেও কাজ করে ধনেপাতা। ত্বকের ব্রণ, ব্ল্যাকহেডস্ দূর করতে সাহায্য করে।
ধনেপাতার একটি প্যাক তৈরি করতে হবে-
১. প্রথমে একমুঠো ধনেপাতা নিন। গ্রাইন্ডারে দিয়ে পেস্ট তৈরি করুন। পানি দিন। মিহি পেস্ট তৈরি করুন।
২. ছোটো একটুকরো মসলিনের কাপড় নিন। ভালো করে পানি ছেকে নিন। একটি পাত্রে এক চামচ ধনেপাতার রস নিন এবং তাতে একচিমকি হলুদ মেশান। ভালো করে মেশান। দেখবেন, যাতে হলুদ দলা পাকিয়ে না থাকে।
৩. পরিশ্রুত পানীয় দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। এবার রাতে শুতে যাওয়ার মিশ্রণটি মুখ মেখে শুয়ে পড়ুন।
৪. পরদিন সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। বেশ কিছুদিন করে দেখুন, ত্বকের শুষ্কতা উধাও হবেই!