প্রতিকী ছবি
মোটর বাইক আগেই ছিল, তবু তার নতুন বাইক লাগবে। শুধু তাই নয়, তার লাগবে নতুন মোবাইল ফোনও। কিন্তু মা সেসব দিতে রাজি হননি। এর জেরেই মায়ের গায়ে কেরোসিন ডেলে আগুন ধরিয়ে দিয়েছে কিশোর ছেলে।
পশ্চিমবঙ্গের নিউটাউনে ১১ ফেব্রুয়ারি, সোমবার এ ঘটনা ঘটে। কিশোর ছেলেটির নাম বিক্রম। তার এবার (১২ ফেব্রুয়ারি শুরু হয়েছে) মাধ্যমিক পরীক্ষা দেবার কথা ছিল। কিন্তু ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর গুরুতর দগ্ধ মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সুরভি মান্না তার ছেলে বিক্রমকে নিয়ে একা থাকতেন। জগত্পুরে তার একটি শাড়ির দোকান আছে। এর আগে তিনি ছেলেকে বাইক কিনে দিয়েছিলেন। কিন্তু বিক্রম মাধ্যমিক পরীক্ষার আগে নতুন বাইক ও মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ দেয়।
আগুন লাগানোর পর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সুরভিকে উদ্ধার করে।
সুরভিকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।