সংগৃহীত
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুইডেনের অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ও অধিনায়ক রঞ্জা অ্যান্ডারসন। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
সেই সাক্ষাৎকারে রঞ্জা অ্যান্ডারসন বলেন, ‘দীর্ঘ গবেষণার পর আমি সিদ্ধান্তে এসেছি ইসলামই আমার জন্য উপযুক্ত ধর্ম। মানুষ আমার এ সিদ্ধান্ত জেনে ঘৃণা প্রকাশ করছে। কিন্তু মুসলিম হিসেবে আমি গর্ব বোধ করি।’
তিনি আরও বলেন, ১৫ বছর বয়সে ছেলেবন্ধুর হাত ধরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই। এরপর দীর্ঘ সময় ধর্মটির ব্যাপারে জ্ঞানার্জন করি। আমি দেখেছি, ইসলামে অনেক সুন্দর জিনিস রয়েছে। যা আমাকে আকর্ষণ করেছে। এরপর আমি মসজিদে যেতে শুরু করি।’
৭ মাস আগে ইসলাম গ্রহণ করলেও কিছুদিন আগেই সেটা জানান রঞ্জা অ্যান্ডারসন। তারপর তাকে নিয়ে ব্যাপক আলোচনায় হয় সুইডেনসহ পুরো ইউরোপ জুড়ে। এমনকি ইসলাম গ্রহণের পরই বিভিন্ন জায়গা থেকে তাকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন এ গোলরক্ষক।