ছবি- সংগৃহীত
মহান বিজয় দিবসকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়ে গেল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৮।
শুক্রবার সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে ফেসবুক ভিত্তিক গ্রুপ 'শিক্ষানগরী সৈয়দপুর' এই প্রতিযোগিতার আয়োজন করে।
এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া ও সৈয়দপুর রঙ তুলি আর্ট একাডেমীর পরিচালক জাহিদ আত্তারী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানগরী সৈয়দপুরের সদস্য আমির খান, মোবারক রাসেল, খন্দকার আবিদা, বাধন খান, আলমগীর হোসেন, শিবলী আক্তার হেনা প্রমুখ।
শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন জানান, 'আমরা দ্বীর্ঘদিন ধরে শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রতিযোগিতা। আমরা আগামীতে এই ধারাবাহিতা ধরে রাখতে চাই।'
প্রসঙ্গত, শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে ২০১৫ সাল হতে নীলফামারীর সৈয়দপুরে কাজ আসছে ২২ হাজার সদস্যের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘শিক্ষানগরী সৈয়দপুর’। এর মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও সাময়িকী প্রকাশনা অন্যতম। এছাড়াও অনলাইনে প্রতি মাসে এই গ্রুপটির পক্ষ থেকে আয়োজন করা হয় মাসিক গল্প লেখা প্রতিযোগিতা ও সোনামনিদের ছড়া আবৃত্তি প্রতিযোগিতা সহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম।
বাংলা/এআর