ছবি : সংগৃহীত
জাপানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার ‘দ্য জাপান টাইমস’ এর খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার দেশটির শিকোকু দ্বীপের কোচি অঞ্চলে কেসি-১৩০ এয়ার-রিফুয়েলিং ট্যাংকারের সঙ্গে এফ/এ-১৮ ফাইটার জেটের সংঘর্ষ হয়। এতে দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন।
এফ/এ-১৮ ফাইটার জেটের জ্বালানি ট্যাংকার ছিদ্র হয়ে যাওয়ায় এই সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেসি-১৩০ এয়ার-রিফুয়েলিং ট্যাংকারে পাঁচজন এবং এফ/এ-১৮ ফাইটার জেটে দুজন ক্রু সদস্য ছিলেন। উদ্ধারকৃত দুজনের একজন এফ/এ-১৮ ফাইটার জেটের ক্রু সদস্য।
জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, উদ্ধারকৃত দুই ক্রু সদস্যের একজনকে মঙ্গলবার সকালে উদ্ধার করে হাসপাতালে পাঠায় দেশটির ‘ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স’। অপরজনকে উদ্ধার করা সম্ভব হয় দিন শেষে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে আমেরিকান নৌবাহিনী।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে হোনশু দ্বীপে অবস্থিত ‘ইউ.এস. ম্যারিন কর্পস এয়ার স্টেশন আইওয়াকুনি’ থেকে উড্ডয়ন করে বিমান দুটি। সংঘর্ষের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।