আরিফিন শুভ। ছবি : সংগৃহীত
মরণোত্তর চক্ষু দানের ঘোষণা দিয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেতা আরিফিন শুভ।
‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা এই অভিনেতা জানিয়েছেন, চক্ষুদানের ব্যাপারে বর্তমানে অনেকের সঙ্গে কথা হচ্ছে। বেশ কিছু ফাউন্ডেশনের সঙ্গেও আলাপ করেছি। তবে এ বিষয়ে সরকারের সাহায্য প্রয়োজন। শুভ বলেন, ‘সেইসঙ্গে দেশের প্রতিটি মানুষের কাছ থেকে সাহায্য চাই আমি।’
শুভ আরো বলেন, ‘অন্ধত্বের মতো দুঃখ-কষ্টের আর কিছু হয় না। আপনার-আমার একটু এগিয়ে আসাতে একটি মানুষ পৃথিবী দেখবে- এটা অনেক বড় প্রাপ্তির বিষয়।’
তিনি বলেন, ‘সবাইকে বলব- এগিয়ে আসুন। মৃত্যুর পর আমাদের শরীরের প্রয়োজন নেই। কিন্তু সেটা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এজন্য মৃত্যুর পর আমার চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার দ্বারা একজন মানুষ এ সুন্দর পৃথিবী দেখতে পান তাহলে এর থেকে বড় আনন্দের বিষয় কী হতে পারে?’