
অস্ট্রেলিয় বল বিকৃতি কর্মকাণ্ডে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন অজি অধিনায়ক স্মিথ এবং সহকারী অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে এই এক বছর বেকার বসে থাকতে হবে না অধিনায়কে। তিনি খুব শীঘ্রই যোগ দিচ্ছে নতুন ভূমিকায়। জানা গেছে অস্ট্রেলিয়ার ফক্সটেল নেটওয়ার্কের একটি নতুন টিভি চ্যানেলে ধারাভাষ্যকারের ভূমিকায় কাজ করতে যাচ্ছেন স্মিথ।
এরই মধ্যে স্মিথের ধারাভাষ্যকার হিসেবে যোগদানের এই সংবাদটি প্রকাশ করেছে সানডে টেলিগ্রাফও। সম্প্রতি ফক্সটেল এবং চ্যানেল সেভেনের সঙ্গে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ব্রডকাস্টিং চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চ্যানেল নাইনের পরিবর্তে এই দুই কোম্পানির সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি হয়েছে অজি ক্রিকেট বোর্ডের।
তার সঙ্গে এবার এই ফক্সটেল ধারাভাষ্যকার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে স্টিভ স্মিথকে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
বাংলা/আরএইচ