rohinga-child
ফাইল ছবি

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার কারণে বাংলাদেশে পালিয়ে আসা পৌনে চার লাখ শরণার্থীদের মধ্যে দুই লাখ শিশু স্বাস্থ্য ঝুকিতে আছে। কক্সবাজারে আশ্রয় নেওয়া ওইসব শিশুদের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ।

মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, এই মানবিক সংকট ক্রমশ বড় আকার ধারণ করছে। আর এই সঙ্কটে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, শরণার্থীদের মোট সংখ্যার ৬০ শতাংশই শিশু।

ঢাকা থেকে ইউনিসেফের সহায়তায় জরুরি সামগ্রী কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। 

ইউনিসেফ জানিয়েছে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ক্যাম্পগুলোতে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনের প্রয়োজন। সেজন্য প্রাথমিকভাবে ৭৩ লাখ ডলার প্রয়োজন।

 গত ২৫ অগাস্টে মিয়ানমার সেনা ক্যাম্পে হামলার পর থেকে রোহিঙ্গাদের হত্যা শুরু করে দেশটির সেনাবাহিনী। সেদেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে।

আপনার মন্তব্য